মুন্সিগঞ্জের গজারিয়ায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত পার্থী এডভোকেট মৃণাল কান্তি দাস এর নৌকা মার্কার গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল থেকে উপজেলার গুয়াগাছিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন এর নেতৃত্বে, গুয়াগাছিয়া ইউনিয়নের ছোট বসুরচর, ভাষারচর সহ বিভিন্ন গ্রামে ভোটারদের ধারে ধারে দেশরত্ন শেখ হাসিনা কে ৫ ম বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে নৌকা মার্কার প্রচারণা ও গণসংযোগ করেন। পরে ৩২ নং ভাষারচর, সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুয়াগাছিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন।
বীর মুক্তিযোদ্ধা মালেক মিয়াজীর সভাপতিত্বে সাবেক গুয়াগাছিয়া ইউপি আওয়ামী লীগের সাবক সাধারন সম্পাদক শহিদুজ্জামান ধনুর সঞ্চালনায়
পথসভায় বক্তব্যে মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ এডভোকেট মৃণাল কান্তি কে নৌকা মার্কায় ভোট দেয়ার অহব্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, মনির হোসেন, শামসুদ্দিন মাস্টার ও খায়ের ফকির।এসময় আরও উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আরিফ সরকার,ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো ওয়াজ উদ্দিন বেপারি ইউপি সদস্য দুলাল ঢালী, সাবেক মমিন মিয়াজী, আলাউদ্দিন ঢালী, আয়নাল হক ঢালী ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ঢালী সহ গুয়াগাছিয়া ইউনিয়নের ইউপি সদস্য গণ।
এছাড়াও গুয়াগাছিয়া ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ।উপস্থিত ছিলেন।