1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় ব্যবসায়ীদের অঙ্গীকার: পলিথিন-প্লাস্টিক দূষণ রুখতে একাট্টা হওয়ার বার্তা উপজেলা রামগতিতে অবৈধ ইটভাটার রমরমা ব্যবসা মোংলায় বজ্রপাতে মৃত্যু এক নির্ভীক কলম সৈনিক সাংবাদিক আবু হাসানের মৃত্যু মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে যুবকের কারাদণ্ড আমদানি বন্ধের অজুহাতে হিলিতে বেড়েছে চালের দাম,বিপাকে পাইকাররা পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে প্রক্সি পরীক্ষার্থী আটক গাজীপুরের পিরুজালীতে জোরপূর্বক গাছ কর্তন ও বিক্রির অভিযোগ শূন্য রেখায় বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা ও বিজিবি’র বাধা প্রদান বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র আজিজ

গণপিটুনির শিকার সাবেক এমপি আজিজ বিস্ফোরক মামলায় কারাগারে

মোঃ আবুসুফিয়ান তালুকদার সিরাজগঞ্জ।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে তাড়াশ থানা আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক শুনানি শেষে এই আদেশ দেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, গত ৪ আগস্ট তাড়াশে ছাত্র-জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় ডা. আজিজকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। এরপর দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান ডা. আজিজ। তবে জেলগেট থেকে বের হওয়ার পরপরই ছাত্র-জনতা তাকে তুলে নিয়ে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে রাতেই তাকে সদর থানা হেফাজতে রাখা হয়।
বুধবার সকালে নতুন করে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে ডা. আজিজকে আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাতে র‍্যাব-২-এর একটি দল ঢাকার কলাবাগান এলাকা থেকে ডা. আজিজকে গ্রেপ্তার করে। পরদিন তাকে র‍্যাব-১২–এর মাধ্যমে তাড়াশ থানায় হস্তান্তর করা হয় এবং হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অধ্যাপক ডা. আব্দুল আজিজ ঢাকা শিশু হাসপাতালের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বঙ্গবন্ধু পরিষদ, ঢাকা শিশু হাসপাতাল শাখার সভাপতির দায়িত্বেও ছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com