পটুয়াখালীর গলাচিপায় সাংবাদিক সহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে শত শত নারী ও পুরুষের অংশ গ্রহণে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সোহেল রানা ও এলাকাবাসীর বিরুদ্ধে ডাকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মতিউর রহমানের স্ত্রী মোসা. কহিনুর (৪৫) এর দায়ের করা মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে স্থানীয় সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসী এ মানব বন্ধন করেন। সাংবাদিক সোহেল রানা ও এলাকাবাসীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান এলাকাবাসী। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলও করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনকারীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) গলাচিপা-দশমিনা বরাবরে স্মারক লিপি প্রদান করেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, গত ৮ এপ্রিল
মামলার বাদী কহিনুর ও নাশির মাঝি মিলে পরিকল্পিতভাবে নিজের পাকের ঘরে আগুন লাগিয়ে প্রতিপক্ষ সাংবাদিক সোহেল রানাসহ আরও ৫ জনকে আসামী করে একটি ঘর পোড়া মিথ্যে মামলা দায়ের করে। যা পরিকল্পিত ও সাজানো। এলাকাবাসী এ মিথ্যা মামলা করায় ক্ষিপ্ত হয়ে ক্ষোভ প্রকাশ করেন। কহিনুরের পরিবারের লোকজনের সাথে মামলার আসামীদের জমিজমা নিয়ে পূর্ব বিরোধ আছে। সেই বিরোধকে কাজে লাগিয়ে কহিনুর হয়রানীমূলক মামলা করেন। যার মামলা নং- ০৬, তারিখঃ ০৮/০৪/২০২৫ ইং। তাই প্রশাসনের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অতি দ্রুত এ মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ডাকুয়া ইউনিয়নের সজল মাস্টার, ফজলে আলী প্যাদা, সুশেন চন্দ্র ভূইয়া, মিনারা বেগম, অশোক চন্দ্র ভূইয়া, অবিনাশ চন্দ্র ভূইয়া, সজল চন্দ্র বিশ্বাস, স্বপন চন্দ্র বিশ্বাস, তপন চন্দ্র বিশ্বাস, আসিফ মাঝি, মাসুম হাওলাদার, বিপুল চন্দ্র ভূইয়া, মো. রবিউল ইসলাম, সোহেল রানা, ফারুক প্যাদা, ফজলু মৃধা প্রমুখ।