1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৫ মে ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন মাধবদীতে শিশু অপহরণের ৫ ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার এবং গ্রেপ্তার দুইজন নেত্রকোনায় সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত নিয়ামতপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কয়রায় জমি জবরদখল ও মিথ্যা মামলার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন বগুড়ায় ৩দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন কয়রায় ভূমি মেলার উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় শহীদ পরিবারের সদস্যদের হাতে সরকারের পক্ষ থেকে ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: প্রতিবাদে উত্তাল পোড়াবাড়ি

গাজীপুরের কালিয়াকৈরে পৌর ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ মাকসুদুর রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় শ্রমিক দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কালিয়াকৈর পাশাগেট এলাকার মাঠে পৌর ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ দুলাল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলহাজ্ব উদ্দিন যুবরাজ। পৌর ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহাজালাল সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শমসের আলী তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সোহেল রানা, আহ্বায়ক সদস্য কবির হোসেন পৌর ৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ ইউনুস আলী, ১ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ রমজান আলী,২ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ আরমান আলী খান এবং ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ লিটন শিকদার। এছাড়াও, পৌর ১ নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা পৌর শ্রমিক দলকে সুসংগঠিত করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা জানান, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার জন্য সমন্বিতভাবে কাজ করা হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে শ্রমিকদের অধিকার আদায় এবং রাজনৈতিক কর্মসূচিতে শ্রমিক দলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। শ্রমিক দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থিত নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, পৌর শ্রমিক দল আগামী দিনে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এর ফলে সংগঠনের ভিত্তি মজবুত হবে এবং যেকোনো পরিস্থিতিতে শ্রমিকদের পাশে থেকে তাদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ভূমিকা পালন করতে পারবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com