1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া গাবতলীর স্কুল ছাত্র সিফাত হত্যার মূল হোতা গ্রেফতার রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য শিকারে সরকারীভাবে নিষেধাজ্ঞা জারীকরণ ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে কাঠালিয়ায় অটো শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ লক্ষীপুরে ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, চার শিক্ষার্থী হত্যা মামলায় ১৬ জন গ্রেপ্তার ফকিরাপুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ ফরিদপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশ: ৬ দফা দাবিতে অনড় ব্রাহ্মণবাড়িয়ায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার জেটের রাজবাড়ী জেলার সদস্য সচিব: ইন্জি: আব্দুল্লাহ অভি ঢাকা জাতীয় প্রেসক্লাব আয়োজিত সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন কয়রায় রেকর্ডীয় সম্পত্তি দখল: পুলিশের প্রতিবেদন সত্ত্বেও হুমকির মুখে ভুক্তভোগী কৃষি অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে হারভেস্টারে ধান কর্তনে অতিরিক্ত টাকা আদায়

গাজীপুরের টঙ্গীতে দুই শিশু সন্তানকে ঘরে থাকা বঁটি দিয়ে তাদের মা সালেহা বেগম কুপিয়ে হত্যা করেছেন

MD. Jalil Mridha
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে দুই শিশু সন্তানকে ঘরে থাকা বঁটি দিয়ে তাদের মা সালেহা বেগম কুপিয়ে হত্যা করেছেন।। গাজীপুরের টঙ্গীতে দুই শিশু সন্তানকে ঘরে থাকা বঁটি দিয়ে তাদের মা সালেহা বেগম কুপিয়ে হত্যা করেছেনবলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন নিহত দুই শিশুর মা। নিহত দুই শিশু হলো- আব্দুল্লাহ বিন ওমর (৪) ও মালিহা আক্তার (৬)। তারা দুজনই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল বাতেন মিয়া ও সালেহা বেগম দম্পতির সন্তান। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর আলেয়া বেগমের কথাবার্তা ছিল অসংলগ্ন এবং তার হাতে ছিল তাজা কাটা দাগ। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, ঘরে থাকা বঁটি দিয়ে তিনি তার দুই সন্তানকে হত্যা করেছেন। নিহতদের স্বজনরা জানান, আলেয়া বেগম দীর্ঘদিন ধরে মাইগ্রেন সমস্যায় ভুগছিলেন। তবে তার মানসিক সমস্যা ছিল কি না, তা নিশ্চিত করে বলা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার এনএম নাসির উদ্দিন কালবেলাকে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কেন বা কী কারণে মা নিজ সন্তানদের হত্যা করলেন, তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের মাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ শেষে রোববার (২০ এপ্রিল) আদালতে পাঠানো হবে। এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com