গাজীপুরের শ্রীপুরে একটি বাজারের নিয়ন্ত্রণ নিতে সদলবলে দেশীয় অস্ত্র উঁচিয়ে মিছিল ও মহড়া দেওয়া বহিষ্কৃত যুবদল নেতা জাহাঙ্গীর আলমকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
আজ বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার তেলিহাটী ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের বৃন্দাবন এলাকা থেকে দলের নেতাকর্মীদের সহযোগিতায় তিনি ওই সন্ত্রাসীকে পুলিশের হাতে তুলে দেন।
যারা বিএনপির ইমেজ নষ্ট করার জন্য সন্ত্রাস,
চাঁদাবাজি ও মাদকব্যবসার মতো অপরাধের সাথে
যুক্ত হচ্ছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে দলের গঠনতন্ত্র বিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধে দলের পক্ষ হতে শুদ্ধি অভিযান পরিচালিত হবে বলে বিএনপির নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু আমাদের জানান। তার এই উদ্যোগকে দলের ও দলের বাইরে সাধারণ জনগণ ভূয়সী প্রশংসা করেন।