শ্রীপুর প্রেসক্লাব-১৯৯০কার্যকরী পরিষদ ২০২৫-২৬ এর কমিটি গঠন করা হয় এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন এস এম মাহফুল হাসান হান্নান (দৈনিক বনিকবার্তা),সিনিয়র সহ সভাপতি বশির আহমেদ কাজল (দৈনিক দিনকাল),সহ সভাপতি মোতাহার খান (জিটিভি) ও মাহবুবুর রহমান (বাংলাদেশ প্রতিদিন), সাধারণ সম্পাদক দায়িত্ব পেয়েছেন আব্দুস সালাম রানা (৭১ টিভি),যুগ্ম সম্পাদক রাতুল মন্ডল (আজকের পত্রিকা) ও সিহাব খান (এটিএন নিউজ), সাংগঠনিক সম্পাদক,ইজাজ আহমেদ মিলন (সমকাল), কোষাধক্ষ্য আদনান মামুন (আনন্দ টিভি), দপ্তর সম্পাদক জুনায়েদ আকন্দ (দৈনিক সরেজমিন),প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান লিটন (দৈনিক সময়ের আলো), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল আলম (আমার বার্তা),তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আসাদুজ্জামান বিপু (আনন্দ বাজার), সমাজ কল্যাণ সম্পাদক মোশাররফ হোসেন তযু (দৈনিক আলোকিত বাংলাদেশ)।