গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ওমর ফারুক নামের এক কিশোর শিক্ষার্থী। নিহত ওমর স্থানীয় শাহ-সুফী ফাছিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, তার গ্রামের বাড়ি কুমিল্লায় হলেও বর্তমানে সে পরিবারের সঙ্গে পোড়াবাড়ি মধ্যপাড়ায় বসবাস করত। বৃহস্পতিবার (২৩ মে) স্কুল শেষে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গেই পেছন থেকে আসা একটি বাস তার ওপর দিয়ে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিক গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে শনিবার (২৫ মে) ভোরে হাসপাতালেই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সকালে তারা রাস্তায় নেমে আসে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি বাজার অংশে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। এর ফলে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুটি প্রধান দাবি তুলে ধরেন: দুর্ঘটনাস্থলে একটি নিরাপদ ফুটওভার ব্রিজ নির্মাণ। নিহত ছাত্রের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও সহযোগিতা প্রদান। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে এবং প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়া হয়। প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনা এলাকায় নিরাপদ সড়কের দাবিকে আরও জোরালো করেছে। স্থানীয়রা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।