পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলার ৯ নং দেবীডুবা ইউনিয়ন সোনাপোতা বানিয়া পাড়া এলাকায় গত রবিবার দিন গত গভির রাতে কৃষক শওকত আলীর গোয়াল ঘরের পিছনের দেওয়াল ভেঙ্গে প্রায় ৪ লক্ষাধিক টাকা মূল্যের ৬টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। কৃষক সওকাত আলী একেবারেই নিঃস্ব হয়ে পড়েছেন । দেবিগঞ্জ যে যেন চোরের উত্তাপ কোনোভাবেই দমান যাচ্ছে না দিনকে দিন প্রতিনিয়তই মানুষের গরু ছাগল স্বর্ণ অলংকার টাকা পয়সা সহ প্রতিদিন বিভিন্ন স্থান থেকে চুরি হচ্ছে।