গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র,আ,ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন কৃষি জমিকে রক্ষার মাধ্যমে পরিকল্পিত নগরায়নের পাশাপাশি গ্রামকেও পরিকল্পিত ভাবে গড়ে তোলা হবে। তিনি তার নিজগ্রাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের পুরাতন মসজিদের জুম্মার নামাজ আদায় করে। নামাজ আদায়ের পর বাবা-মায়ের কবর জিয়ারত করে ।জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন,
এই সময় গণপূর্তমন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন কৃষি জমি কমে যাচ্ছে, নগরের পাশাপাশি গ্রামকেও যেন পরিকল্পিতভাবে সুন্দর ভাবে গড়ে তোলা হয়। পরিবেশ বান্ধব ঘরবাড়ি যেন নির্মাণ করা হয়। ইনশাল্লাহ আমি সে চেষ্টা করে যাবো।তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য। তিনি আগামী দিনের তার দায়িত্ব পালনে, গণমাধ্যম কর্মী সহ দেশবাসীর সহযোগিতা কামনা করেন।