টাঙ্গাইলের ঘাটাইলে ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা কমিটি কর্তৃক আয়োজিত কক্ষ পরিদর্শকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সাবেক সভাপতি জনাব খন্দকার তাহাজ্জদ হোসেন, ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ খলিলুর রহমান, ঘাটাইল এস ই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ নুরুজ্জামান মিয়া, ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাবেক ভিপি জনাব মোঃ খলিলুর রহমান সহ বিভিন্ন স্কুল, মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। যদি কোন শিক্ষার্থী বা শিক্ষক নকল, অসদুপায় অবলম্বন করে তাহলে তার বিরুদ্ধে বিধিমোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।