আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আনোয়ারা-কর্ণফুলীর সর্বস্তরের দায়িত্বশীল সম্মেলন ও চট্টগ্রাম-১৩ আসনের প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক আহসান উল্লাহ বলেন, জনগণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাসন চায়। দেশে শান্তি-শৃঙ্খলা আনতে হলে তথা সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়তে হলে কোরআনের শাসন কায়েম করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য জনাব জাফর সাদেক বলেন, বাংলাদেশের জনগণ জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। কারণ সবার শাসন ক্ষমতা দেখা শেষ, তারা কেউ জনগণকে মুক্তি দিতে পারেনি। জনগণ এখন ইসলামের বাংলাদেশ চায়, কারণ একমাত্র ইসলামের পক্ষেই চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, টেন্ডারবাজিমুক্ত বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব। অনুষ্ঠানে চট্টগ্রাম-১৩ আসনের প্রার্থী জনাব অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে মানবতার মুক্তির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। গত ১৭ বছর ধরে তরুণরা ভুলে গেছে ভোট কাকে বলে। ছাত্রদের রক্তের ওপর যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সে পরিবেশ রক্ষা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুল ইসলাম জামায়াতে ইসলামীকে জনগণের সম্পদ ও দল হিসেবে প্রতিটি এলাকায় পৌঁছে দিয়েছেন।