চোরের চালাকি হার মানতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর তীক্ষ্ণ নজরের কাছে। এবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সারজাহ থেকে আসা বিমানে লাইফ জ্যাকেট থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সাড়ে ৪ কেজি স্বর্ণ।
শনিবার (১৩ জানুয়ারি) শারজাহ থেকে চট্টগ্রামে ৮.৭টার ল্যান্ড করা ফ্লাইট নং-বিজি ১৫২ তল্লাশি করে সিট নম্বর ১৯এ, ১৮বি,১৭বি ও ১১ই এর নিচে লাইফ জ্যাকেটের সাথে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৪ প্যাকেট স্বর্ণালংকার উদ্ধার করে।
ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার করে কর্তপক্ষ।
উদ্ধারকৃত স্বর্ণগুলো হলো—স্বর্ণালংকারসমূহের মধ্যে চুড়ি ৬৯টি, চেইন ১১টি, ২টি লকেট ও ৩টি রিং। যার মোট ওজন ৪ দশমিক ৫ কেজি। স্বর্ণালঙ্কারগুলো ২৪ ক্যারেট।
ভরি হিসাব করলে প্রায় ৩৮৫ দশমিক ৯৩ ভরি এবং আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৮৫ লাখ ৯৩ হাজার টাকা বলে জানায় গোয়েন্দা কর্তৃপক্ষ।
উক্ত স্বর্ণালংকারসমূহের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।