চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মানকে প্রত্যাহার করেছে সরকার। পদায়নের ২৯ দিনের মাথায় তাঁকে প্রত্যাহার করা হয়। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
চাঁপাইনবাবগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে মো. শাহাদাত হোসেন মাসুদকে। তিনি অর্থ বিভাগের উপ-সচিব হিসেব দায়িত্ব পালন করছিলেন।
গত ১৫ অক্টোবর মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়। ২৭ অক্টোবর তিনি চাঁপাইনবাবগঞ্জে যোগদান করেন।