‘জুলাই গণ-অভ্যুত্থান”এর বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে আজ ৬ জুলাই রবিবার জুলাই পদযাত্রায় অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জে এসেছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই পদযাত্রায় কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তাসনিম যারা, সামান্তা শারমিন সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের জুলাই আন্দোলনের প্রাণকেন্দ্র শান্তিমোড় থেকে কলেজ চত্বর পর্যন্ত পায়ে হেঁটে দেশ গড়ার জুলাই পদযাত্রা শুরু হয়ে কলেজ চত্বরে এসে পথ সভায় মিলিত হয়। জেলা মুখ্য সমন্বয়ক ওয়ালিদ হাসানের সভাপতিত্বে সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, এন সি পি কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নাহিদ ইসলাম তার বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জের আম রেশম আন্তঃনগর ট্রেন সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং দাবিগুলো পূরণে একাত্মতা ঘোষণা করেন। পরে নেতারা এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় উদ্বোধন করেন।