কুমিল্লার চান্দিনায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ড জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির আহ্বায়ক আতিকুল আলম শাওন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভা বিএনপির আহ্বায়ক এবিএম সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র শাহ মোঃ আলমগীর খান, উত্তর জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম,উপজেলা যুব দলের আহ্বায়ক আবুল খায়ের, এদজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ফজলুল সাত্তার,উপজেলা তাতি দলের আহ্বায়ক মোস্তফা খান কামাল, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক মহসিন মিয়া,যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।