জুলাই অভ্যুত্থানে ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় কুড়িগ্রামের চিলমারী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল কবির খুশু (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রেজাউল কবির খুশু ওই ইউনিয়নের কিশামতবানু এলাকার বাসিন্দা। যুবলীগ এই নেতা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পদে ছিলেন। গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান। তিনি জানান, গ্রেপ্তার আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।