দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সহকর্মীর উপর হামলার অভিযোগে চিলমারী উপজেলা বিএনপির দুই নেতাকে নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (০৪ জুলাই) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন চিলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন ও সাবেক যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ হোসেন পাখি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, দলীয় নির্দেশনা অমান্য, শৃঙ্খলাভঙ্গ ও চিলমারী উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়াকে মারাত্মকভাবে জখম করার অভিযোগে তাদেরকে কমিটি থেকে সরানো হয়েছে। এছাড়া দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এ বিষয়ে আব্দুল মতিন সরকার শিরিন কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই তাদেরকে প্রাথমিকভাবে দল থেকে বহিষ্কার করা হতে পারে।