বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাবেক যুবদল সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী।
বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মফিজুর রহমান মিলন মাতাব্বর বলেন, অবসরজনিত বিদায়ী প্রধান শিক্ষক আবদুল বাছেত পাটোয়ারীকে আমি ছোটবেলা থেকে জানি। তার মেধা, প্রজ্ঞা ও বিচক্ষনতা তাকে সহকারি শিক্ষক থেকে পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক পদে আসীন করেছে। তিনি দীর্ঘ শিক্ষকতা জীবন শেষ করে অবসরে যাচ্ছেন।
এসময় অতিথি হিসেবে ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ নাছির উদ্দিন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন মাষ্টার, উত্তর সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোতালেব মেম্বার।আব্দুল মোতালেব মেম্বার বলেন, বিদায়ী প্রধান শিক্ষক আবদুল বাছেদ পাটোয়ারী সুনামের সহিত স্কুল পরিচালনা করেছেন। আমরা তার অবসর জীবন সুন্দরভাবে কাটুক এই দোয়া করি।
বিদায় সংবর্ধনায় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ছমেদপুর বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ মাইন উদ্দিন।
তিনি বলেন, আজকের অবসরজনিত বিদায়ী প্রধান শিক্ষক আবদুল বাছেদ পাটোয়ারীর সাথে আমি দির্ঘদিন যাবত একই বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছি। তিনি সবসময় বিদ্যালয়ের উন্নতি ও শিক্ষকদের স্বার্থ রক্ষায় সুনামের সহিত কাজ করে গেছেন। শিক্ষকদের বিপদে আপদে তিনি সবসময় সঠিক সিদ্ধান্ত নিতেন। এবং একজন সহকর্মি হিসেবে তার ব্যবহারে আমরা সবাই মুগ্ধ ও সন্তুষ্ট ছিলাম।
সভাপতির বক্তৃতায় অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, এ বিদ্যালয়ে আবদুল বাছেদ পাটোয়ারী প্রধান শিক্ষক হওয়ার পর থেকে স্কুলের ব্যাপক উন্নতি হয়েছে। তিনি প্রধান শিক্ষক হওয়ার পর স্কুলে আধুনিক ভবন হয়েছে। স্কুলে সাধারন শাখার পাশাপাশি কারিগরি শাখা হয়েছে। এবং পুরো সাকুচিয়া ইউনিয়নের শিক্ষার্থীরা হাজীর হাট গিয়ে অনেক কষ্ট করে পরীক্ষা দিতে হতো। সেই কষ্ট লাঘব করে জেএসসি ও এসএসসি পরীক্ষার কেন্দ্র আনতে নিরলস ভাবে কাজ করেছেন তিনি। এছাড়াও তার সময়ে স্কুলে কম্পিউটার ল্যাব, কারিগরি ল্যাব স্থাপিত হয়েছে। এবং মেধাবী শিক্ষকদের তত্ত্বাবধানে এ স্কুলের শিক্ষার্থীরা শিক্ষা, শিল্প ও সংস্কৃতিক অঙ্গনে সুনামের সহিত ভূমিকা রাখছে।
এসময় বিদায়ী প্রধান শিক্ষক আবদুল বাছেদ পাটোয়ারীকে বিদ্যালের শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী স্মারক ও মানপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক।
বিদায় সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফকির হাট মাধমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাজাহান মাষ্টার, ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ হেলাল উদ্দিন মাষ্টার