ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হলের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলা তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকান্ডের জরিত মূল ঘাতক সহ সব আসামীকে অবিলম্বে গ্রেপ্তার ও সুষ্ঠ বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে•প্রতিবাদ মিছিল ও সমাবেশ কর্মসুচী পালন করেছেন মোহনগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন বাবু পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুস সাদি চৌধুরী অপু ও সদস্য সচিব কিরণ খা। মোহনগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন কাকন ও সদস্য সচিব মিজানুর রহমান সহ ছাত্রদলের ০৩ ইউনিটের নেতাকর্মীরা। এসময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন বাবু বলেন, সাম্যের হত্যাকারির গ্রেফতার ও শাস্তির নিশ্চিত করা না হলে সকল পর্যায় থেকে ছাত্রদলের নেতাকর্মীরা কঠোর কর্মসূচি ঘোষনা করবে। মোহনগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন কাকন ছাত্রদলের নেতা ও শিক্ষার্থী সাম্যের হত্যাকারিদের শাস্তি নিশ্চিত করার দাবী জানান। ছাত্রদল নেতাদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও সাম্য হত্যার বিচারের দাবী করে এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করে কর্মসূচি সমাপ্ত করা হয়।