আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং আট বিভাগের বিভাগীয় কমিশনাররা নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন। এটি ডিসি সম্মেলনের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।
এ বছর ডিসি সম্মেলনে রাষ্ট্রপতির সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তবে, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে তাদের সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ডিসিরা ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। এছাড়া, রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন, পোলিং কর্মকর্তা নিয়োগ এবং সার্বিক প্রশাসনিক তদারকির দায়িত্বও তাদের উপর থাকবে।
সম্মেলনের শেষ দিনে, ১৮ ফেব্রুয়ারির সন্ধ্যায় ইসির সঙ্গে তাদের বৈঠক নির্ধারিত রয়েছে। এতে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ইসি ডিসিদের সহযোগিতা চাইতে পারে এবং নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
এ সম্মেলনে সরকারের উপদেষ্টা, সচিব এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও অংশ নেবেন। নির্বাচনী প্রস্তুতি ও প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। সমকালের বরাত দিয়ে এমন একটি খবর জানিয়েছে বিবিসি বাংলা।