সদ্য অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় বাংলা রচনায় ‘ক’ গ্রুপে অংশগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর তোজাম্মেল হোসেন একাডেমির অষ্টম শ্রেণীর ছাত্রী নওশিন তাসফিয়াহ এবং সেই সাথে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করেন। ইতি পুর্বে তাসফিয়াহ জেলা ও বিভাগীয় বাছাই পর্বে কৃতিত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পান এবং এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
বরাবরই, নওশিন তাসফিয়াহ অত্র প্রতিষ্ঠানের একজন মেধাবী ছাত্রী। তার পিতার নাম মৃত তৌহিদুল ইসলাম, যিনি একজন সাবেক সেনা সদস্য ছিলেন এবং মাতা মোসা: তানিয়া বাশির । তার গ্রামের বাসা আড্ডা,রসুলপুর, নিয়ামতপুর থানা।
এই মহান কৃতিত্ব অর্জন করায় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক বৃন্দ,শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ তাকে অভিনন্দন জানান।
নওশিন তাসফিয়াহ নিজেকে গর্বিত মনে করেন এই শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং যারা এই শ্রেষ্ঠত্ব অর্জনে অগ্রণী ভূমিকা পালন করেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরিশেষে,অত্র জেলার স্বনামধন্য প্রতিষ্ঠান তথা রহনপুর তোজাম্মেল হোসেন একাডেমির উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।