চট্টগ্রামের মিরসরাই উপজেলা জোরারগঞ্জ থানা ২৫,২,২০২৫ সন্ধ্যাকালীন সময় জোরারগঞ্জ থানার অভিযানে ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তারকৃত ১, আকাশ বৈদ্য, (২৫) পিতা তপন বৈদ্য, মাতা অর্পনা বৈদ্য, দক্ষিণ জামালপুর পাঁচ নং ওয়ার্ড, ২ নং হিঙ্গুলী ইউনিয়ন, ২, আকিব নেওয়াজ ৩২, পিতা সেলিম, ধুম ইউনিয়ন, জোরারগঞ্জ থানা, মিরসরাই চট্টগ্রাম, তথ্যমতে পাওয়া যায় তাদের বিরুদ্ধে স্বৈরাচারী আওয়ামী লীগের অধীনে বিভিন্ন প্রকার অপকর্মের সাথে জড়িত থাকায়, জোরারগঞ্জ থানা গ্রেফতার করতে বাধ্য হয়, এবং তথ্যসূত্রে খবর পাওয়ার সাথে সাথে জোরারগঞ্জ থানা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন।