মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার আমতলী গ্রামে সেনের বাড়ি এতিম চাচাতো ভাই নবনির্মিত ঘরের অংশ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। জানা গেছে মঙ্গলবার ( ৮ এপ্রিল ) সন্ধ্যায় ওই গ্রামের মৃত তাইজুদ্দিন শিকদারের ছেলে ইমরান সিকদারের নির্মাণাধীন ঘরের অংশ ভেঙ্গে ফেলেন চাচা মান্নান শিকদার ও চাচাতো ভাই সেন্টু শিকদার। সরজমিনে গিয়ে দেখা যায় ওই নির্মাণাধীন ঘরের পূর্ব পাশে এলোমেলো ভাবে বেশ কিছু টিন পরে রয়েছে। ভোক্তাভোগী ইমরান শিকদার বলেন, আমার বাবা-মা অনেক আগেই মারা গেছে আমার দুই ভাই বিদেশে থাকে। আমি একা বাড়িতে থাকি। আমি একা থাকায় আমার চাচা মান্নান শিকদার ও চাচাতো ভাই সেন্টু শিকদার বিভিন্ন সময় আমার পরিবারের উপর হামলা ও তুচ্ছ কারণে আমাদের মারধর করে আসছে। আমার বাবার ভিটির পুরনো ঘরটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় আমি নতুন করে সংস্কার করছি। এর আগে আমার চাচা মান্নান শিকদার আমাকে দেখিয়ে দিয়ে গেছে এখানে ঘর তুলতে। এখন আমি ঘর তুলতে গেছি আমার ঘরের টিন খুলে দিয়েছে এবং মিস্ত্রিদের তাড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে স্থানীয় রহিম শেখ বলেন, সন্ধ্যাবেলা মিস্ত্রীরা ঘরের কাজ করতেছিল। মান্নান শিকদার ও তার ছেলে সেন্টু শিকদার এসে মিস্ত্রিদের তাড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে মান্নান শিকদারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ভুক্তভোগী ইমরান সিকদার বলেন, এ ঘটনায় আমি আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।