মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। টুঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ( ৮ এপ্রিল ) মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারন সভায় সভাপতির বক্তব্যে বলেন উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক বিষয়ে বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ি উপজেলার কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলার নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান, টঙ্গীবাড়ী থানার ইনচার্জ মহিদুল ইসলাম, সমাজসেবা অফিসার জসিম উদ্দিন, উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা হুমায়ুন কবির, উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি ,মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মোঃ রনি শেখ, হাসাইল বানারী ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান, সোনারং পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি আব্দুল গনি মিয়া, এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।