মহান বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে টঙ্গীবাড়ির প্রেসক্লাবের সাংবাদিকগণ। সোমবার(১৬ডিসেম্বর) সকাল ৮ টায় টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিকরা। এ সময় টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: মোজাফফর হোসেন শেখ বলেন,মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করে তা পরের প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। সেজন্য আমাদের নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে।পরে প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ির প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: রনি শেখ, সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ আলম বিপ্লব, কাজি আকরাম,কোষাধ্যক্ষ আপন সরদার, দপ্তর সম্পাদক সিহাদ দেওয়ান,সাধারণ সদস্য টিটু চৌধুরী, আনিসুর রহমান, ফাহাদ মোল্লা, আক্কাছ আলী,জাকির কাজি প্রমুখ।