বুধবার (২১মে) টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভূমি সংক্রান্ত সমন্বিত সকল সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনার উন্নয়নে জেলার সকল উপজেলার রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এক দিনের এই ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ.জে.এম সালাহউদ্দিন নাগরী ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট
শরীফা হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের অতিরিক্ত সচিব ও সদস্য (প্রশাসন),রেজাউল কবির। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সকল সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও প্রশিক্ষণার্থীগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে রাজস্ব সেবায় প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ ও রাজস্ব নির্ভুলভাবে আদায় করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকার আহবান জানান এবং হয়রানিমুক্ত ও সহজ ভূমি সেবা নিশ্চিত করার উপরও অতিথিবৃন্দ গুরুত্বারোপ করেন।
আগত অতিথিবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত শহিদ স্মৃতি গ্যালারি পরিদর্শন করেন এবং টাঙ্গাইল জেলা প্রশাসনের এ উদ্যোগের প্রশংসা করেন।