শুক্রবার (০২ আগস্ট) জুম্মার নামাজের পর প্রথমে শহরের ডিসট্রিক্ট হেলিপ্যাডে জমায়েত হয় আন্দোলনকারীরা।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ। পরে আবারও বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা শহরের পুরাতন বাসস্ট্যান্ড হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গিয়ে সড়ক অবরোধ করে।
এসময় সড়কটিতে সব প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এসময় পুরো শহরে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।