আজ শনিবার ২৭ জানুয়ারি বিকেল দুই টায় পোরশা উপজেলার সারাইগাছী কাতিপুর কালিনগর স্কুল মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম এবংসাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন মোল্লা এর সঞ্চালনায় টানা চতুর্থ বার এমপি এবং দ্বিতীয় বারের খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার মন্ত্রী মহোদয়কে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃআনোয়ারুল ইসলাম,সহ-সভাপতি পোরশা উপজেলা চেয়ারম্যান ও গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাজিবুল ইসলাম, ফুল দিয়ে সংবর্ধনা জানান গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজ ,পোরশা সরকারি কলেজ, পলাশবাড়ি চাচাইবাড়ি ফাজিল মাদ্রাসা, পোরশা উপজেলা শিক্ষক সমিতি, পোরশা জাতীয় আদিবাসী পরিষদ, পোরশা উপজেলা আওয়ামী লীগ মহিলা লীগ,পোরশা যুব পরিষদ, সিসিডিপি প্রকল্প,এছাড়াও বিভিন্ন সংগঠন ও পক্ষে অসংখ্য মানুষকে ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা প্রদান করতে দেখা যায়।সংবর্ধনা শেষে বক্তব্য রাখেন পোরশা উপজেলা সুযোগ্য চেয়ারম্যান ও গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী এবং পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম এর পরে বক্তব্য রাখেন নবনির্বাচিত এমপি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমাদার।তিনি বলেন, ‘জাতীর পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং দেশের সংবিধানকে সমুন্নত রাখার জন্য দেশি-বিদেশি শক্তি ও তাদের কুচক্রকে উপেক্ষা করে ঐতিহাসিক ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করেছেন। এই ঐতিহাসিক নির্বাচনে তিন উপজেলার মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে জয়যুক্ত করেছেন। এই জয় আমার নয়, এই জয় আপনাদের জন্য সম্ভব হয়েছে।তিনি সামনে নির্বাচনের উদ্দেশ্য বলেন, এখানে যেহেতু সব আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রার্থী তাই কেউ কাউকে খারাপ মন্তব্য করতে পারবে না,সকালে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে তা না হলে দলীয় ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন আমার যেগুলো কাজ বাকি আছে সেগুলো যেনো শেষ করতে পারি এই দোয়া করবেন।আমি আপনাদের পাশে আছি থাকবো বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে গড়ে তুলবো।