নীলফামারী জেলা ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গোয়ালপাড়ায় দুই বছর আগে নদী খননের পর রাস্তা ভেঙ্গে যায়। এলাকাবাসী সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদেরকে বিষয়টি অবগত করলে তারা কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে এলাকাবাসী। দুই বছর ধরে রাস্তাটি অযত্ন অবহেলায় সংস্কার না করার ফলে, অত্র এলাকার বিশ হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে । ভাঙ্গা রাস্তা থেকে নিচে পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। অনেক শিক্ষার্থী জানিয়েছে, বিদ্যালয় যেতে তাদের অনেক সমস্যা হচ্ছে ভয়ে ওই রাস্তা দিয়ে কেউ পার হয় না মানুষের বাড়ির ভিতর দিয়ে যেতে হয় বিদ্যালয়ে। শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আমজাদ হোসেন (১১) বলেন, বর্ষার সময় আমাদের অনেক সমস্যা হয় বৃষ্টির কারণে মাটি পিচ্ছিল হলে আমরা স্কুলে যাতায়াত করতে পারি না, আমাদের স্কুল বন্ধ হয়ে যায়। গোয়ালপাড়া ধনঞ্জয় রায় (৫০) বলেন, দুই বছর আগে নদী খননের সময় এই রাস্তাটি ভেঙ্গে যায় পরবর্তীতে আর সংস্কার করা হয়নি । স্থানীয় বাসিন্দা আবু বক্কর মোতালেব (৪৫) বলেন, এই রাস্তাটি দুই বছর আগে ভেঙ্গে গিয়েছিল। আমরা রিমুন চেয়ারম্যান কে বলেছি রিমুন চেয়ারম্যান এসে দেখে গিয়েছিল বলেছে বাজেট পাস হলেই রাস্তার কাজ করা হবে। তারপরে আর রাস্তার কাজ হয়নি আমার বাড়ির সহ ভেঙ্গে যাচ্ছে। মমতা আক্তার (২৪) বলেন, দুই বছর ধরে ভাঙ্গা রাস্তাটা সংস্কার করা হয়নি। আমার বাড়িও ভেঙ্গে যেতে বসেছে । দ্রুত রাস্তাটি সংস্কার করা না হলে রাস্তার সাথে আমার বাড়িও নদীর গর্ভে বিলীন হয়ে যাবে । বোড়াগাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সত্যনারায়ণ জয় বলেন,চেয়ারম্যান কে বেশ কয়েকবার অবগত করেছি উনি এসে দেখেও গিয়েছে, কিন্তু দুই বছর হয়েছে কেউ কোন পদক্ষেপ নেয়নি রাস্তাটি সংস্কারে। বোড়াগাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফারুক ইসলাম বলেন, রাস্তা ভাঙ্গা বিষয়টিতে অবগত রয়েছি, অতি দ্রুত রাস্তা সংস্কারে কাজ করা হবে। ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বলেন, সম্পূর্ণ রাস্তাটি ভেঙ্গে যাওয়ার বিষয়ে অবগত ছিলাম না। এলাকাবাসী আবেদন করলে, রাস্তাটি সংস্কারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।