ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে বুধবার বিকালে হামলার শিকার হন নুরুল হক নুর ও তার সমর্থকরা।হামলাকারীদের মধ্যে ছিলেন, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী রিয়াজ উদ্দীন পিতা:আব্দুল ছমদ মাতা সানজিদা বেগম (হ্নীলা ওয়াব্রাং গ্রামের বাসিন্দা)
বুধবার বিকালে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এই হামলায় নূরসহ ৩০-৩৫ জন আহত হয়েছেন বলে দলটির নেতারা জানিয়েছেন।হামলারকারী সরকার সমর্থক ছাত্রলীগের নেতা-কর্মী বলে দাবি করেছেন নুরের দলের নেতারা। তবে এতে ছাত্রলীগের সম্পৃক্ততা অস্বীকার করেছেন সংগঠনটির দায়িত্বশীল এক নেতা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় নুরের মিছিলে। নূরকেও বেধড়ক পেটান হয়। এই পরিস্থিতিতে নূর ও তার সহযোগীরা দোয়েল চত্বর দিয়ে তারা ক্যাম্পাস থেকে বেরিয়ে যান।