রংপুর তারাগঞ্জ উপজেলার বরাতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ওই স্কুলের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বিএনপি নেতা কবিরুল ইসলাম, এডহক কমিটির সদস্য ও তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলার ইকরচালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তফছির হোসেন ও সদস্য সচিব রবিউল ইসলাম মিন্টু। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী, শিক্ষক ও এডহক কমিটির সদস্য মিজানুর রহমান সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রধান শিক্ষক জানান, গত বৃহস্পতিবার সকাল ১০ টার সময় বরাতী উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির অভিভাবকগনের অংশ গ্রহণে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।