১০ মে চট্টগ্রামে ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশ সফল করার লক্ষে ৯ নং লেমুয়া ইউনিয়ন যুবদল মিছিল করে। মিছিলে নেতৃত্ব দেন লেমুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল হক শহিদ।মিছিলটি লেমুয়া জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে লেমুয়া বানিজ্যিক এলাকা গুরে লেমুয়া সাবেক সোনালী ব্যাংক রোড হয়ে জিরো পয়েন্টে এসে শেষ করেন।যুবদলের সভাপতি সংক্ষিপ্ত বক্তব্য বলেন আগামী ১০ ই মে চট্টগ্রামে ঐতিহাসিক তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্টার লক্ষে যে সমাবেশ হবে তা সফল করার উদ্দেশ্য আজকের মিছিল। এ বলে তার বক্তব্যে শেষ করেন। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন লেমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জনাব শাকিল আহমেদ, বাবুল ও স্হানীয় যুবদলের নেতা কর্মি বৃন্দ।