পিরোজপুরের মঠবাড়িয়ায় চলমান তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রখর রোদের তাপে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ, বিশেষ করে রাস্তায় চলাচলকারী শ্রমজীবী ও পথচারীরা পড়েছেন চরম দুর্ভোগে। এই পরিস্থিতিতে স্বস্তির পরশ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে মঠবাড়িয়া উপজেলা ছাত্রদল। শনিবার দুপুরে উপজেলার ব্যস্ততম কিছু মোড়ে ছাত্রদলের নেতাকর্মীরা পথচারীদের মাঝে পানির বোতল ও ওরসোল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান নিজাম এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব রাসেল গাজী। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রদল সবসময় জনমানুষের দুঃখ-দুর্দশায় পাশে থাকার চেষ্টা করে। প্রাকৃতিক দুর্যোগ বা সামাজিক সংকট—সবসময়ই মানবিক দায়িত্ববোধ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। হাবিবুর রহমান নিজাম বলেন, “রাজনীতি শুধু শ্লোগান আর মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষের কষ্টে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিক রাজনীতি। তীব্র গরমে পথচারীদের একটু স্বস্তি দিতে পেরে আমরা গর্বিত।” এই উদ্যোগে সাধারণ মানুষ আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পথচারীদের অনেকেই বলেন, এই প্রচণ্ড গরমে একটি ঠাণ্ডা পানির বোতল যেন জীবনের আশীর্বাদ। মানবিক এই কার্যক্রমে অংশগ্রহণ করেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।