1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লালপুরে শ্রী শ্রী মহাশ্মশান কালী মন্দিরের প্রতিমা ভাংচুর বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থী ২ জনের বাড়ি টাঙ্গাইলে ময়মনসিংহ বিভাগকে আমরা একটা আদর্শ নগরে পরিণত করতে চাই- মোখতার আহমেদ ফরিদপুরে বাসস্ট্যান্ড দখল ও নির্বাচন নিয়ে সংঘর্ষ কয়রায় নবনিযুক্ত ইউএনও মোঃ আব্দুল্লাহ আল বাকীর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহ বর্ডার গার্ড সপ্রাবিতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে ‘মা সমাবেশ ও বৃক্ষ রোপন করলেন ইউএনও-টিও সোনাগাজীতে পাইপগান সহ একজন গ্রেফতার পঞ্চগড় পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের নিরাপত্তা প্রহরীর কক্ষে মিলল বিপুল পরিমাণ দেশীয় মদ, আটক এক পঞ্চগড়ের নেসকোর সাবেক নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ শালিখাতে ভন্ড ইমামের কারণে ঘর ভাঙলোএক প্রবাসীর। তিন সন্তান রেখে অজানার উদ্দেশ্যে বাড়ি ছেড়েছে প্রবাসী রজিবুলের স্ত্রী মুন্নি খাতুন

দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বেরোবিতে বিশেষ দোয়া মাহফিল

Rakibul Hasan Munna
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) যোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়ার আয়োজন করে বেরোবি প্রশাসন। এতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার মো. হারুন-অর-রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
বিশেষ দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ। তিনি মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিশুদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা লাভের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। এছাড়াও তিনি দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্যও দোয়া করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “এই হৃদয়বিদারক দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং বিমানবাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সকলের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।” তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হারুন-অর-রশিদ বলেন, “এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যে সমস্ত নিষ্পাপ শিক্ষার্থী অকালে প্রাণ হারিয়েছে তাদের স্মরণে আমরা আজ একত্রিত হয়েছি। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
উল্লেখ্য, রাজধানীর উত্তরায় তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং ১৭১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com