রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) যোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়ার আয়োজন করে বেরোবি প্রশাসন। এতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার মো. হারুন-অর-রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
বিশেষ দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ। তিনি মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিশুদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা লাভের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। এছাড়াও তিনি দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্যও দোয়া করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “এই হৃদয়বিদারক দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং বিমানবাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সকলের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।” তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হারুন-অর-রশিদ বলেন, “এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যে সমস্ত নিষ্পাপ শিক্ষার্থী অকালে প্রাণ হারিয়েছে তাদের স্মরণে আমরা আজ একত্রিত হয়েছি। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
উল্লেখ্য, রাজধানীর উত্তরায় তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং ১৭১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।