পটুয়াখালীর দুমকি উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও আঙ্গারিয়া ইউনিয়ন বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আঃ রাজ্জাক খানের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের মধ্য ঝাটরা খান বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ ফরিদা সুলতানা। এসময় জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দুমকি থানার এসআই মোঃ সজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলের করুণ সুরের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একই স্থানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক খান (৭২) গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজায় দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।