রাজশাহীর দুর্গাপুরে আওয়ামীলীগ নেতাকর্মী কর্তৃক বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানীমূলক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ মার্চ মঙ্গলবার বাদ মাগরিব দুর্গাপুরে বিএনপি, যুবদল,কৃষকদল, ছাত্রদল নেতৃবৃন্দের নেতৃত্বে দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সাইদুর রহমান মন্টুর সভাপতিত্বে সিংগাবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়ে দুর্গাপুর উপজেলা মেডিকেল মোড় হয়ে সিংগাবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে এসে আওয়ামীলীগ নেতাকর্মী কর্তৃক বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানীমূলক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে অনুষ্ঠিত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন দুর্গাপুর পৌরসভা বিএনপির আহবায়ক হাসানুজ্জামান লালটু। তিনি বলেন, দুর্গাপুর উপজেলার বিএনপি যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে গত ৩০ নভেম্বর দুর্গাপুর উপজেলার গগনবাড়ীয়া গ্রামের জয়েন উদ্দিন সরদারের পুত্র আওয়ামীলীগ নেতা শাহীন সরদারের হয়রানীমূলক দায়েরকৃত মিথ্যা মামলা সহ বিভিন্ন সময়ে দুর্গাপুর উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সাবেক শফিকুল ইসলাম আজম, দুর্গাপুর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মাইনুল হক, দুর্গাপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব একেএম মোহাইমেনুল হক রেন্টু, যুবনেতা শহিদ, রেজাউল করিম, মাসুদ রানা রিপন,
পৌরসভা ছাত্রদলের আহবায়ক আলআমিন রিমন, যুগ্ন আহবায়ক শাহাদত হোসেন রাজিব, আল সাইফ জীবন সহ বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।