1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাড়ছে গোমতী নদীর পানি, কুমিল্লায় বন্যার শঙ্কা রংপুরের পীরগাছায় পদায়ন হলেন সাতক্ষীরার সেই বিতর্কিত ইউএনও বকশীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ উন্নয়নে বহুমুখী উদ্যোগ ইউএনও মাসুদ রানার তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশে Asian Business iconic Awards-2025 অর্জন করেছেন কুড়িগ্রামের যুবক মোহাম্মদ আরিফ বিন খন্দকার। শিবগঞ্জে ১০ হাজার আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস বদলগাছী থানাধীন বেগুন জোয়ার এলাকা থেকে বিপুল পরিমান গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ মেলান্দহে শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ কাঠের ঘানি দিয়ে তেল মাড়াই যে গরুর বিকল্প ব্যাটারি চালিত মোটরসাইকেল বিষাক্ত চিংড়ি ৮০ কেজি ও নৌকা আটক, জড়িতরা পলাতক চিরিরবন্দরে নার্সারিতে অভিযান পরিবেশবিরোধী ইউক্যালিপ্টাস-আকাশমনি চারা ধ্বংস

দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে ফ্যাসিস্ট সরকার: নার্গিস বেগম

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশ আবারও অনিরাপদ জায়গায় নিয়ে যাওয়া অপচেষ্টা চলছে। আজকে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা লুকিয়ে থেকে দেশে অরাজকতা সৃষ্টি করছে। যে কারণে দেশে হত্যা খুন ধর্ষণ বেড়ে গেছে। দেশে নির্বাচিত সরকার নেই বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চুপ করে আছে, তারা কাঙ্খিত ভুমিকা পালন করছে না। তাই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের থেকে আমাদের সজাগ থাকতে হবে।
মঙ্গলবার যশোর নগর মহিলা দলের ৪ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পুলিশ লাইন টালিখোলা এলাকায় অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, নারীরা সমাজ বদলের হাতিয়ার। বেগম খালেদা জিয়া একজন নারী হয়ে তার যথার্থ প্রমাণ দিয়েছেন। তিনি দীর্ঘ নয় বছর স্বৈরাচার এরশাদকে লড়াই করেছিলেন। সেই লড়াই দেশের সমগ্র জনগণ তাকে আকন্ঠ সমর্থন দেয়। যে কারণে তিনি স্বৈরাচার এরাশাদকে হটিয়ে গণন্ত্রণ ফিরিয়ে আনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত জনাবন্ধব কর্মসূচি সমাপ্ত করেন। তিনি দেশে যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন যা কেই ভাবেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনেও বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন।
তিনি বলেন ,বর্তমান সরকার অন্র্Íবর্তীকালীন সরকার নির্বাচিত সরকার নয়। এই সরকারের মেয়াদ থাকে তিন মাস। তাদের মৌলিক পরির্তন আনার কোন সুযোগ নেই। বিএনপি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায়, যে কারণে নির্বাচন দাবি করছে। তাই গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে নির্বাচন দিতেই হবে। আমাদের মনে রাখতে আওয়ামী লীগের দরদ দেখানোর কোন সুযোগ নেই। তাদের সাথে ন্যূনতম কোন সম্পর্ক রাখা যাবে না। অতীতে তারা বিরোধী যে কর্মকান্ড করছে, লুকিয়ে থেকেও তারা সেই কাজ করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। এ থেকে আমাদের সব সময় চোখ কান খোলা রাখতে হবে। আমাদের মনের রাখতে হবে, লড়াই এখনো শেষ হয়নি। ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমাদের লড়াই শেষ হবে। আমরা বাংলাদেশকে বিশ্বের বুকের একটি মর্যাদাশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চাই।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চঁাদ, নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আলী হোসেন মদন, বিএনপি নেতা আকবর হোসেন খোকন প্রমুখ। নারী নেত্রী লুৎফুন্নাহার লাবনীর সভাপতিত্বে এবং নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্নার পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com