1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৪ মে ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরগঞ্জে কর্মসংস্থান কর্মসূচির আওতায় (ইজিপিপি) শ্রমিকদের নাম কর্তন করার অভিযোগ উঠেছে মাত্র ১০০ টাকার জন্য প্রাণ গেল তামিমের, মঠবাড়িয়ায় আলোচিত হত্যাকাণ্ডে দুই আসামি গ্রেফতার বাড়ীর ছাদে ধান শুকানোর সময় অসাবধানতা বসত ছাদ থেকে পড়ে এক নারীর মৃত্যু শ্রীপুরে দুই ভাতিজার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির অভিযোগ পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের করনীয় কর্মশালা সাম্য হত্যার বিচার চেয়ে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইবির খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির সভাপতি তাজমিন, সম্পাদক রিনি ভূগর্ভস্থ পানি নিয়ে যত কথা গাজীপুরে মহিলা লীগ নেত্রী গ্রেফতার: আন্দোলনে পঙ্গুত্ব, সহিংসতায় উস্কানির অভিযোগ মিঠাপুকুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা; নিহত ১: আহত ২

দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু

ইবনে জুবায়ের সানজিদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে
দেশে প্রথমবারের মতো চালু হলো সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’। উদ্যোক্তাদের দাবি, এটি বাংলাদেশের প্রথম অনলাইনভিত্তিক পুষ্টি ও খাদ্য পরামর্শ প্রদানকারী সেবা, যা ওজন নিয়ন্ত্রণ, ডায়াবেটিস ব্যবস্থাপনা এবং সামগ্রিকভাবে সুস্থ জীবনযাপনে সহায়ক ভূমিকা রাখবে।
পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। একইসঙ্গে প্রায় ৩০ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি অতিরিক্ত ওজনের সমস্যায় (এর মধ্যে ৫ শতাংশ স্থূলতায়) ভুগছেন, আর প্রায় ১৫ শতাংশ মানুষ স্বাভাবিকের চেয়ে কম ওজনসম্পন্ন (আন্ডারওয়েট)। অথচ পেশাদার পুষ্টিবিদের সেবা একদিকে যেমন ব্যয়বহুল, অন্যদিকে একরকম ডায়েট চার্ট সবার জন্য কার্যকর হয় না। এই প্রেক্ষাপটে DietKoach এনেছে প্রযুক্তি নির্ভর, ব্যক্তিকেন্দ্রিক ও বাজেটবান্ধব একটি নতুন সমাধান।
DietKoach-এর বিশেষ বৈশিষ্ট্যসমূহ:
ব্যক্তিকেন্দ্রিক পরিকল্পনা: প্রতিটি ব্যবহারকারীর শারীরিক চাহিদা, স্বাস্থ্যগত অবস্থা ও খাদ্যাভ্যাস অনুযায়ী ডায়েট চার্ট প্রণয়ন ।অ্যাপবিহীন সহজ সেবা: আলাদা কোনো অ্যাপ ডাউনলোড না করেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সম্পূর্ণ সেবা গ্রহণের সুবিধা।২৪/৭ পুষ্টিবিদ সহায়তা: যেকোনো সময় পুষ্টি-সংক্রান্ত প্রশ্নে তাৎক্ষণিক পরামর্শ প্রদান।মানসিক সহায়তা ও মোটিভেশন: স্ট্রেস বা খাদ্য অনিয়মের ক্ষেত্রে মনোবিজ্ঞানীর সহায়তা এবং প্রতিদিন উদ্বুদ্ধকারী বার্তা প্রদান।
নিয়মিত অগ্রগতি মূল্যায়ন: প্রতি সপ্তাহে ওজন, BMI ইত্যাদি পরিমাপ করে প্রয়োজনীয় পরিবর্তন।
স্থানীয় খাবার ও ঘরোয়া ব্যায়াম ভিত্তিক পরিকল্পনা: ব্যয়বহুল সাপ্লিমেন্ট বা জিমের পরিবর্তে দেশীয় খাবার ও সহজ ব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্য উন্নয়ন।
DietKoach-এর সেবা সাবস্ক্রিপশন ভিত্তিক, যার মাসিক প্যাকেজ শুরু হচ্ছে মাত্র ৩৯৯ টাকা থেকে। দীর্ঘমেয়াদি প্যাকেজ গ্রহণ করলে খরচ আরও সাশ্রয়ী হয়।প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা মিনহাজুল ইসলাম বলেন, “খাদ্যই প্রথম ওষুধ – সুস্থ থাকতে হলে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনাই সবচেয়ে জরুরি।”প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলভী আহাদ জানান, “আমরা শুধু ডায়েট চার্ট দিচ্ছি না, বরং গ্রাহকের দীর্ঘমেয়াদি স্বাস্থ্য উন্নয়নে সহায়ক টেকসই অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছি।”
উদ্যোক্তারা জানিয়েছেন, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সমৃদ্ধ মোবাইল অ্যাপ চালুর মাধ্যমে মিল সাজেশন, স্বাস্থ্য ট্র্যাকিং এবং অভ্যাস গঠনের সেবা যুক্ত করা হবে। এর ফলে DietKoach পরিণত হবে দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের সাধারণ জনগণের জন্য কম খরচে ও সহজ উপায়ে ব্যক্তিগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্যসূত্র: DietKoach ওয়েবসাইট, উপস্থাপনা ফাইল ও কর্তৃপক্ষের সাক্ষাৎকার
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com