সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী গ্রামের মাত্র ৮ বছর বয়সী মোঃ রাহুল ইসলাম নাহিদ গত ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হয়।ছয় বছর আগে পিতা হারানো এতিম নাহিদ স্থানীয় একটি হাফেজি মাদ্রাসায় পড়াশুনা করতো। হাফেজি মাদ্রাসা-মসজিদের নবনির্মিত দু’তলা ছাদের উপরে বিদ্যুতের লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার হাতসহ সারা শরীর পুড়ে যায়।নাহিদ এখন ঢাকায় চিকিৎসাধীন আছে। ইতোমধ্যে তার বাম হাত প্রায় পুরোটাই কেটে ফেলা হয়েছে। ডান হাত আপাতত ড্রেসিং করে রাখা হয়েছে! চিকিৎসকরা চেষ্টা করছেন ডান হাতটা অক্ষত রাখা যায় কিনা।সকলের দোয়া এবং আর্থিক সহযোগিতা নাহিদকে আবারো স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবে ইনশা আল্লাহ।সহযোগিতার জন্য: ড. মো: আব্দুল জলিল, 01558301168 (বিকাশ ও নগদ)
তাজুল ইসলাম (বাংলাদেশ পুলিশ), 01736-079996 (বিকাশ)
কেউ আর্থিক সহযোগিতা করলে নাম উল্লেখ করে সংশ্লিষ্ট নম্বরে অবশ্যই জানাবেন।