নীলফামারী-১ আসনে (ডোমার ও ডিমলা) আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার ও জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে লে. কর্ণেল (অব) তসলিম উদ্দিন মূল প্রতিদ্বন্দ্বি হবেন, এছাড়াও সাবেক সংসদ সদস্য ও বিএনএম’র প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী’র ভোট ব্যাংক রয়েছে এমন আভাস দিচ্ছে ভোটাররা।
নীলফামারী-২ আসনে (নীলফামারী সদর) মূল প্রতিদ্বন্দ্বি হবেন, আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে আসাদুজ্জামান নূর ও সতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে শাহাজাহান চৌধুরী অংশগ্রহণ করবেন।
নীলফামারী- ৩ আসনে (জলঢাকা) নৌকা মার্কার প্রার্থী নেই। সেখানে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী কাজী ফারুক কাদের, সতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন পাভেল, আবু সাঈদ শামীমের মাঝে প্রতিদ্বন্দ্বিতা হবে। জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য মেজর (অব) রানা মোহাম্মাদ সোহেল এবার প্রতিদ্বন্দ্বিতা করলেও জেতার সম্ভাবনা নেই বলছেন ভোটাররা।
নীলফামারী- ৪ আসনে (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) নৌকার প্রার্থী নেই। প্রতিদ্বন্দ্বিতা হবে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে সৈয়দপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মোকছেদুল মোমিন ও জাতীয় পার্টির নেতা সিদ্দিকুল ইসলাম সিদ্দিকের মাঝে।