1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় ব্যবসায়ীদের অঙ্গীকার: পলিথিন-প্লাস্টিক দূষণ রুখতে একাট্টা হওয়ার বার্তা উপজেলা রামগতিতে অবৈধ ইটভাটার রমরমা ব্যবসা মোংলায় বজ্রপাতে মৃত্যু এক নির্ভীক কলম সৈনিক সাংবাদিক আবু হাসানের মৃত্যু মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে যুবকের কারাদণ্ড আমদানি বন্ধের অজুহাতে হিলিতে বেড়েছে চালের দাম,বিপাকে পাইকাররা পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে প্রক্সি পরীক্ষার্থী আটক গাজীপুরের পিরুজালীতে জোরপূর্বক গাছ কর্তন ও বিক্রির অভিযোগ শূন্য রেখায় বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা ও বিজিবি’র বাধা প্রদান বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র আজিজ

দ্রুত নির্বাচনের দাবিতে ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির জন সমাবেশে অনুষ্ঠিত।

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে
নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে এক জন সমাবেশের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক এমপি ও সাবেক সিটি মেয়র এডভোকেট মজিবুর রহমান সরোয়ার। জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আ ক ন কুদ্দুসুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাহাবুবুল হক নান্নু, সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ড্যাব নেতা ডা: রফিকুল ইসলাম লাবু, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম টিপু। বিএনপি নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বেগম এলিজা জামান। জন সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আবুল কালাম আকন সহ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, সংস্কারের নামে, সংসদ নির্বাচনে নামে কালক্ষেপণ কোনভানেই করা যাবে না।অন্তবর্তী কালীন সরকার একটি স্বল্প মেয়াদী সরকার। অন্তবর্তী কালীন সরকারের কাজ হলো জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা, দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া। সংবিধান সংস্কার করা তাদের কাজ নয়। নেতৃবৃন্দ আরো বলেন, অন্তবর্তী কালীন সরকার দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতি রোধ করতে পারছে না, আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট ভাঙতে পারছে না। এটা বর্তমান সরকারের ব্যর্থতা, সরকারের কাছে আমাদের দাবি অতি দ্রুত আওয়ামী সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। যাতে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। অতি দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, আপনাদের দীর্ঘ সূত্রতার কারণে যদি দেশে কোন বিশৃঙ্খলা, অরাজকতার সৃষ্টি হয় তাহলে তার দায়ভার আপনাদের কেই নিতে হবে। আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে জনগণ তার উপযুক্ত জবাব দিবে। অতি দ্রুত নির্বাচন দিয়ে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করে আপনাদেরকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com