1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা কাউখালীতে ব্রি ধান ১০৩ এর বাম্পার ফলন হয়েছে/কৃষকদের মুখে হাসি বাগাতিপাড়ায় কবর থেকে উদ্ধার হলো সামিউল ইসলাম সামির হারানো মোবাইল ধর্মপাশায় হাওর রক্ষা বাঁধের উপর গণ শুনানি অনুষ্ঠিত ডিজি স্বাস্থ্য এর মহানুভবতায় পুণবহাল হলেন মমোকহার চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মন মাদারীপুর ডাসারে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ চার যুবক গ্রেফতার দুর্নীতি- প্রতিদিনের জীবনে নগ্ন বাস্তবতা কলাপাড়ায় প্রতিদিন কোটি টাকার বামন চিংড়ি বিক্রি আজ ১১ই ডিসেম্বর ডিমলা হানাদার মুক্ত দিবস ইন্দুরকানিতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মপাশায় হাওর রক্ষা বাঁধের উপর গণ শুনানি অনুষ্ঠিত

মনিরুজ্জামান মজুমদার 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

হাওর রক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমকে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে আজ জয়শ্রী, সখাইড় রাজাপুর উত্তর ও সখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে পৃথকভাবে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণ, কৃষক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা এসব গণশুনানিতে উপস্থিত থেকে হাওর রক্ষা বাঁধের বিভিন্ন দিক, সম্ভাব্য ঝুঁকি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জনি রায়। তিনি বলেন, “হাওর রক্ষা বাঁধ এলাকার মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই পরিকল্পনা, নির্মাণ ও তদারকিতে জনগণের মতামতকে অগ্রাধিকার দেওয়া হবে।” তিনি আরও জানান, সময়মতো ও সঠিকভাবে বাঁধ নির্মাণ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ মনোযোগ দেবে।

এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (এসও) জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে প্রকল্পের কারিগরি দিক, নকশা, উপকরণ যাচাই ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন। তিনি বলেন, “নিয়মনীতি মেনে মানসম্মতভাবে বাঁধ নির্মাণ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের মতামত আমাদের কাজকে আরও শক্তিশালী করবে।”

গণশুনানিতে অংশগ্রহণকারীরা দ্রুত প্রকল্প বাস্তবায়ন, বাঁধের গুণগত মান বজায় রাখা এবং বিগত বছরের ক্ষতির পুনরাবৃত্তি না হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া স্থানীয়রা সম্ভাব্য দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সামগ্রিকভাবে তিন ইউনিয়নে অনুষ্ঠিত এই গণশুনানি হাওর রক্ষা বাঁধ নির্মাণে স্বচ্ছতা, জনগণের অংশগ্রহণ এবং কার্যকর তদারকির একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com