হাওর রক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমকে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে আজ জয়শ্রী, সখাইড় রাজাপুর উত্তর ও সখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে পৃথকভাবে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণ, কৃষক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা এসব গণশুনানিতে উপস্থিত থেকে হাওর রক্ষা বাঁধের বিভিন্ন দিক, সম্ভাব্য ঝুঁকি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জনি রায়। তিনি বলেন, “হাওর রক্ষা বাঁধ এলাকার মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই পরিকল্পনা, নির্মাণ ও তদারকিতে জনগণের মতামতকে অগ্রাধিকার দেওয়া হবে।” তিনি আরও জানান, সময়মতো ও সঠিকভাবে বাঁধ নির্মাণ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ মনোযোগ দেবে।
এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (এসও) জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে প্রকল্পের কারিগরি দিক, নকশা, উপকরণ যাচাই ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন। তিনি বলেন, “নিয়মনীতি মেনে মানসম্মতভাবে বাঁধ নির্মাণ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের মতামত আমাদের কাজকে আরও শক্তিশালী করবে।”
গণশুনানিতে অংশগ্রহণকারীরা দ্রুত প্রকল্প বাস্তবায়ন, বাঁধের গুণগত মান বজায় রাখা এবং বিগত বছরের ক্ষতির পুনরাবৃত্তি না হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া স্থানীয়রা সম্ভাব্য দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সামগ্রিকভাবে তিন ইউনিয়নে অনুষ্ঠিত এই গণশুনানি হাওর রক্ষা বাঁধ নির্মাণে স্বচ্ছতা, জনগণের অংশগ্রহণ এবং কার্যকর তদারকির একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।