সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য ও রায়গঞ্জ উপজেলার সমন্বয়ক রকিবুল করিম পাপ্পু বলেছেন, আমি কোন নেতা নই, আমি বিএনপির একজন কর্মী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি ) সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ, তাড়াশ এলাকায় যাকে দলীয় মনোনয়ন দেবেন আমি দলের একজন কর্মী হিসেবে তার পক্ষে কাজ করে যাব -ইনশাআল্লাহ।
তিনি বলেন – আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত চ্যালেঞ্জপুর্ণ নির্বাচন। কাজেই চ্যালেঞ্জপুর্ণ নির্বাচনকে সামনে রেখে আমি দলের মধ্যে কোন ভেদাভেদ ও গ্রুপিং লবিং দেখতে চাইনা, বরং সকল নেতা কর্মীসহ প্রার্থীদেরকে সকল ভেদাভেদ ভুলে একসাথে জনসাধারণের জন্য কাজ করতে চাই। দলীয় মনোনয়ন প্রত্যাশী সকল প্রার্থীগণের কর্মী ও সমর্থকদের মাঝে যদি পরস্পরের ঐক্যের বন্ধন অটুট থাকে তাহলে পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাস ও ভালোবাসা বৃদ্ধি পাবে এবং কর্মীসমর্থকদের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে।
“ধানের শীষ যার হাতে, আমরা আছি তার সাথে” এই স্লোগানকে সামনে রেখে রকিবুল করিম পাপ্পু বলেন, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানের শীষ নাও পাই, তাতে আমার কোন দুঃখ থাকবেনা। উপরন্ত ধানের শীষ যার হাতে থাকবে, আমি তার পাশে থেকেই ধানের শীষের কাজ করে যাব। গত শনিবার (১২ জুলাই) দুপুর ২টায় রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের শ্যামনাই গ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথাগুলো বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে সাধারন জনগণ তাদের মূল্যবান মৌলিক ভোট দিতে পারে নাই, ছাত্র, জনতা, সাংবাদিকসহ নানান পেশার মানুষ অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন, বিএনপির নেতাকর্মীদের জেল জুলুম হয়েছে, এখন আর সেই দিন নেই, সাধারণ জনগণ ভোট পছন্দের মার্কা অনুযায়ী যাকে খুশি তাকে দিবে। আগামী নির্বাচনে দল যাকে ধানের শীষ মার্কা দিবে আমরা তার সাথেই থাকবো। আমি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে মাঠে কাজ করার জন্য রায়গঞ্জ-তাড়াশ উপজেলায় এসেছি। আমি অত্র এলাকায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের অধিকার আদায়ে মিলেমিশে কাজ করতে চাই। কেননা দেশের মানুষ এখনো বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। আগামী দিনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই সরকার গঠিত হবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ যার হাতে থাকবে তাকেই বিজয়ী করতে হবে এর কোন বিকল্প নেই।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, রায়গঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক প্যারিস, তাড়াশ উপজেলা যুবদলের
আহ্বায়ক – শাহ আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক – রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক – শাহাদত হোসেন , সদস্য সচিব – সাইফুল খাঁন, ছাত্রদলের, আহবায়ক – জাহিদ ফকির
সদস্য সচিব – খন্দকার শাহাদত হোসেনসহ তাড়াশ উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।