বুধবার (১৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই কাওয়ালি পাড়া তদন্ত কেন্দ্রের এস আই মো. নিয়াজ মোর্শেদ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চৌহাট ইউনিয়নের শফিউদ্দীনের ছেলে জাহাঙ্গীর আলম ও একই ইউনিয়নের বাঙ্গলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে নুরে আলম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট এলাকায় অভিযান চালিয়ে ৩৭৫ পিস ইয়াবাসহ তাদের আটক করে করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই কাওয়ালী পাড়া তদন্ত কেন্দ্রের সহকারী পুলিশ পরিদর্শক মো. নিয়াজ মোর্শেদ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, এস আই মো. নিয়াজ মোর্শেদ অভিযানে নেতৃত্ব দেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।