নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বর্তমানে রমরমা মাদক ব্যবসা ভয়াবহ আকার ধারণ করেছে। প্রকাশ্যেই চলছে অবৈধ মাদক কেনাবেচা, যা ধীরে ধীরে গ্রাস করছে এলাকার যুব সমাজকে। নেশার আগ্রাসনে ভবিষ্যৎ প্রজন্ম আজ চরম ঝুঁকির মুখে।ধারণা করা হয় ভবিষ্যতের যুবসমাজ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে যদি মাদককে কন্ট্রোল না করা যায় প্রশাসনের কঠোর অভিযান ও জনসচেতনতা আর এই মাদককে রুখে দিতে সমাজের মানুষকে এগিয়ে আসার আহ্বান
এই পরিস্থিতিতে প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের দাবি। অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে সমাজের এই অবক্ষয় রোধ করা কঠিন হয়ে পড়বে। আজ যে অবহেলা, আগামী দিনে সেটিই হয়ে উঠতে পারে সর্বনাশের নীরব স্থপতি।
এখনই সচেতনতা ও কঠোর অভিযানের মাধ্যমে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে, নিয়ামতপুরের যুব সমাজ অতি বিলম্বে ধ্বংসের পথে এগিয়ে যাবে—যার দায় এড়ানো যাবে না।