আসন্ন বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল (বুধবার) বিকেল ৩ টায় নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষ (ভদ্রাবতীতে) এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু। উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলামের সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন প্রাণীসম্পদ কর্মকার্তা কল্পনা রাণী রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শর্মিলী ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, পল্লি বিদ্যুতের ডিজিএম শাহাদত হোসেন, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, রেজাউল করিম কামাল, আবুল কালাম, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ উজ্জলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সকাল সাড়ে ৭টায় বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।