চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ২২ মে বিকেলে লোহাগাড়া উপজেলা শিক্ষা অফিসে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো:ইবনে মাসুদ রানা কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, লোহাগাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। বরণ শেষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি জনাব মোহাম্মদ মোজাহিদুল ইসলাম’র সভাপতিত্বে ও নির্বাহী সাধারণ সম্পাদক জনাব মোঃ রিদুয়ানুল হক’র সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো: আবু জাফর। এতে মতবিনিময় করেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জনাব নাছির আহমদ, সিনিয়র সহ-সভাপতি (মহিলা) জনাব নুসরাত খানম, মহিলা সম্পাদিকা জনাব আফরোজা বেগম,সাধারণ সম্পাদক জনাব মোঃ আবদুল কাদের, যগ্ম সম্পাদক জনাব সুমন মজুমদার, চাকফিরানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহেদা করিমুন্নিছা,নাওঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক জনাব মোরশেদুল আলম প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াছ, সহ-সভাপতি জনাব শাহাবুদ্দিন, যুগ্ম সম্পাদক জনাব মনজুর আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মোহাম্মদ ইউছুপ,জনাব ছেনয়ারা বেগম সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক- শিক্ষিকা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তা ইবনে মাসুদ রানা বলেন, সুদীর্ঘ ২০ বছর সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়ে আমি আপনাদের উপজেলায় এসেছি। আপনারাই হলেন আমার সবকিছু, এই উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আমার যা যা করা দরকার আমি সকলের সহযোগিতা নিয়ে করবো। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষক নেতৃবৃন্দের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, এর আগে তিনি ঠাকুরগাও,রংপুর ও দিনাজপুরের বিভিন্ন উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।