নাটোরের সিংড়ায় ফসলি বন্ধকি জমি চাষ করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে সংঘর্ষ ও গোলাগোলিতে কমপক্ষে ১৫জন আহত হয়েছে । এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে ৪জন। শনিববার রাত পৌনে নয়টার দিকে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এদের মধ্যে গুরুতর আহতরা হলেন, কদমকুড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাকিল ১৯ ,আবুল হোসেনের ছেলে এলাহি ২৮ ,ইব্রাহিম হোসেন ৩২,বিনা হাট গ্রামের আব্দুল লতিফের স্ত্রী হনুফা ২৫, আব্দুল মান্নানের ছেলে মোঃ ফরিদ ২৫ ,আব্দুর রাজ্জাকের ছেলে মাসুদ ২৭। গুরুতর আহতদের নাটোর সদর আধুনিক হাসপাতাল ও সিংড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে আহত ইব্রাহিম হোসেন জানান, তিনি একই গ্রামের রতনের কাছ থেকে গতবছর ৩ লাখ টাকা দিয়ে দুই বিঘা জমি তিন বছর চাষাবাদের চুক্তিতে ফসলি বন্ধক নেন। এর মধ্যে এক বছর তিনি চাষাবাদ করেছেন ।এবছর তিনি ওই জমিতে বোরো ধান চাষ করেন ।কিন্তু রতন ও তার লোকজন ফসলি বন্ধকি ওই জমির বাধ কেটে পানি বের করে দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। ইব্রাহিম হোসেন দাবি করেন গত রাতে রতনের সাথে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রতন, মানিক, লিটন, শাহাদত, তহিদুল সহ একদল লোক তাদের উপরে হামলা চালায়। এ সময় ইব্রাহিমের আত্মীয়-স্বজন বাধা দিলে তাদের লক্ষ্য করে রতনের লোকজন গুলি চালায়। এতে শাকিল, এলাহি,ইব্রাহিম এবং হনুফা গুলিবিদ্ধ সহ কমপক্ষে ১৫ জন আহত হন। এদের মধ্যে গুলিবিদ্ধ চারজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সিংড়া থানার ওসি আসমাউল হক জানান সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষেই থানায় অভিযোগ দাখিল করেননি। তবে পরিস্থিতি শান্ত রয়েছে।