1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় ব্যবসায়ীদের অঙ্গীকার: পলিথিন-প্লাস্টিক দূষণ রুখতে একাট্টা হওয়ার বার্তা উপজেলা রামগতিতে অবৈধ ইটভাটার রমরমা ব্যবসা মোংলায় বজ্রপাতে মৃত্যু এক নির্ভীক কলম সৈনিক সাংবাদিক আবু হাসানের মৃত্যু মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে যুবকের কারাদণ্ড আমদানি বন্ধের অজুহাতে হিলিতে বেড়েছে চালের দাম,বিপাকে পাইকাররা পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে প্রক্সি পরীক্ষার্থী আটক গাজীপুরের পিরুজালীতে জোরপূর্বক গাছ কর্তন ও বিক্রির অভিযোগ শূন্য রেখায় বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা ও বিজিবি’র বাধা প্রদান বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র আজিজ

নাসিরনগরে বিএনপির ৩১দফা বাস্তবায়নের জনসভা

মোঃ আরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে চলছে উঠান বৈঠক ও মহিলা সমাবেশ। এতে ওয়ার্ড ভিক্তিক নেতাকর্মীরা সংগঠিত হয়ে বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে কাজ করছেন তারা। গত ৬ মাসে নসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান এর নেতৃত্বে দলটির সাংগঠনিক শক্তি বেশ চাঙ্গা হয়ে উঠেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে তিনটায়  উপজেলা ধরমণ্ডল ইউনিয়ন শাহী ঈদগাহ মাঠে ধরমণ্ডল ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরী মজনুর ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির মিয়ার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, প্রতিদিন বিএনপি ও সহযোগী সংগঠন বিভিন্ন উঠান বৈঠক ও সভা-সমাবেশ হচ্ছে। অতীতের তুলনায় বিএনপি অনেক শক্তিশালী ও সংগঠিত। প্রতিনিয়তই এলাকার নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন উজ্জীবিত। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে একেবারে তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন। আওয়ামীলীগ সরকার পরিবর্তনের পর আন্দোলন কর্মসুচির চাপ কমেছে। সেই সঙ্গে কমেছে মামলা-হামলার চাপ।একারণে অপেক্ষাকৃত স্বস্তিতে থাকলেও ক্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছে বিএনপি। তাই দল গোছাতে বিভিন্ন সভা সমাবেশ করা হচ্ছে। ৫ আগস্টের পর নাসিরনগর উপজেলার বিভিন্ন এলাকায়  শতাধিক এর উপরে সভা সমাবেশ করেন বিএনপি ও সহযোগী সংগঠন। প্রতিটি সভা সমাবেশে ধানের শীষের প্রচারণা ও গণসংযোগ করা হচ্ছে। নাসিরনগর  উপজেলার ১৩ টি ইউনিয়ন এর মধ্যে ৯ টি ইউনিয়নের ৮১ টি ওয়ার্ড ভিক্তিক উঠান বৈঠক ও ৯টি ইউনিয়ন সমাবেশ করেছেন উপজেলা বিএনপি। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি একে এম খালেদ,সহ-সভাপতি ইব্রাহিম ভুইঁয়া(রেনু),উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা তাতীদলের আহবায়ক ও বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো: আব্বাস মিয়া
সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ জামাল আহাম্মেদ,সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী,উপজেলা যুবদলের সদস্য মোঃ  মোখলেসুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক নুরে আলম,যুবদল নেতা আব্দুল বাতেন শরিফ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম,উপজেলা, ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন,
নাসিরনগর সরকারি কলেজ শাখার ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ ইয়াসিন মিয়া,খায়রুল বাসার,শরিফ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শাহীন মিয়া। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com